আহসান হাবীব শিপলু :
নওগাঁর বদলগাছীতে দিন-দুপুরে অভিনব কায়দায় সিএনজি চালক কর্তৃক যাত্রীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলার হাঁপুনিয়া গ্রামের পুলক মন্ডলের স্ত্রী পলি রানী (৩১) বদলগাছীর বালুপাড়া বাবার বাড়ী যাবার পথে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
পলি রানী জানায়, বদলগাছী চৌরাস্তার মোড়ে পৌঁছলে সিএনজি চালক আমাকে তার গাড়ীতে তুলে নেয়। বদলগাছী-আক্কেলপুর সড়কের সেনপাড়া নামকস্থানে পৌঁছলে আমি সিএনজিতে একা থাকায় চালক আমার কানের দুল ও গলায় থাকা চেইন খুলে দিতে বলে। প্রথমে আমি খুলে দিতে না চাইলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে চেইন ও কানের দুল খুলে দেই।
এ ব্যাপারে চৌরাস্তায় অবস্থিত সিএনজির চেইন মাষ্টার মিজানুর রহমান এর কাছে সিএনজি চালকের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বহিরাগত গাড়ী হিসেবে তার কাছে থেকে বিট তুলেছি কিন্ত আমি তাঁকে চিনিনা।
এ ব্যাপারে পলি রানী বাদী হয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।