বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
বদলগাছীতে নিখোঁজ হওয়ার ৪ দিন পর পাটক্ষেত থেকে মধ্য বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আঃ জব্বার (৫১)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেঁকরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, আঃ জব্বার (৫১) গত ৭ জুন সকাল ৯টায় মাঠে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। কিন্তু বেরিয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করার পর সন্ধান না পেয়ে গত ৯ জুন (বুধবার) জব্বারের স্ত্রী মাসুদা বেগম বদলগাছী থানায় একটি সাধারন ডায়েরি করেন।
আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে একটি পাটক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।
এলাকাবাসি ও নিহত জব্বারের স্ত্রী মাসুদা বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
বদলগাছী থানার ওসি অতিকুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক ছুরতহাল রিপোর্ট তৈরী করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মহাদেবপুর-বদলগাছী থানা সার্কেল এসপি টিএম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।