বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
আজ বিশ্ব “মা” দিবস । জন্মদাত্রী ‘মা’ যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব ‘মা’ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এর ধারাবাহিকতায় বদলগাছীতে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
মা দিবস ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার (শাড়ী) তুলে দেওয়া হয়েছে ২০ জন অসহায় ও দুঃস্থ মায়ের হাতে। উপজেলার অতিদরিদ্র ২০ জন মাকে প্রধানমন্ত্রীর এই উপহার (শাড়ী) দেওয়া হয। শাড়ী পেয়ে অসহায় মায়েরাও বেশ খুশি হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই উপহার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম খান ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ মাহমুদা সুলতানা প্রমুখ।