ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাসায় নারগিছ বেগম (৪২) নামের এক নারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ঘরের মেঝেতে রক্ত শুকিয়ে রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নারগিছ বেগমের মাথায় ও শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
নারগিছ আক্তার পার্শ্ববর্তী কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। প্রায় ২০ বছর যাবৎ জমি কিনে বাসা করে বসবাস করছিল পাঞ্জানা গ্রামে। মাঝে মধ্যে তাঁর মা জুবেদা খাতুনও থাকতেন। গত দুই মাস আগে মা-মেয়ের মধ্যে ঝগড়া হলে তার মা ধামর গ্রামে চলে যান।
হত্যাকান্ডে জড়িত সন্দেহে রাতেই নারগিছ বেগমের ভাগ্নেসহ ৪ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ।