ফরিদপুর সংবাদদাতা :
ফরিদপুরের সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি আজ রবিবার সকাল ৭টার দিকের।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির এস আই আবুল খায়ের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন শিশুসহ আরও ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষনিক ভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।