রাজশাহী সংবাদদাতা :
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২জন আহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ব্যাটারিচালিত ভ্যানচালক শহীদুল ইসলাম (৪২) ও আরোহী আবদুস সামাদ (৫০)।
পবা হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানায়, ব্যাটারিচালিত ভ্যানে রসুন নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন আবদুস সামাদসহ কয়েকজন। পথে সেনভাগ এলাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এ সময় একটি ট্রাক ওই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুই জন মারা যান। এ ঘটনায় মোজাম্মেল হোসেন ও আবুল কালাম নামে আরও দুজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং বিক্ষুব্ধ জনতা রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।