কায়সার রেজা লাবণ্য, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদশূন্য ঘােষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আদেশ জারী করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান কাউসার আলী ডাবলুর বিরুদ্ধে ইউপি সদস্য আরজিনা পারভীন ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অমল চন্দ্র রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করা, নয়াদিঘী পুকুরের খাজনার টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না করে আত্মসাত করা, উপকারভােগিদেরর কাছ থেকে মাসিক ২০ টাকা করে অতিরিক্ত চাঁদা আদায় করা এবং পরিষদের গাছ কেটে বিক্রি ও টাকা আত্মসাতসহ নানান অভিযােগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় এবং অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় চেয়ারম্যানকে পদশুন্য ঘােষনা করা হয়।
চেয়ারম্যান কাউসার আলী ডাবলু বলেন, আমার প্রতিপক্ষ যারা তারাই ইউপি সদস্য আরজিনা পারভীন ও ডিজিটাল সেন্টার উদ্যোক্তা অমল চন্দ্র রায়ের সাহায্য এইসব করেছে কারণ আমি তাদের অন্যায় ও অনিয়মের সাড়া দিইনি, এটাই আমার অপরাধ। তারা আমার প্রতিপক্ষের সাথে একত্রিত হয়ে ষড়যন্ত্র করে এসব অভিযোগ দায়ের করেছে আমি এর প্রতিবাদ জানাচ্ছি।