নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের দুই ভাই খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে মারা গিয়েছে।
স্বজনরা জানিয়েছে, এলাকার আপন দুই বোনের বিয়ে হয়েছিলো আপন ২ ভাইয়ের সাথে। তাদের ঘর আলো করে ৬ বছর আগে জন্ম নেয় ২ ছেলে সন্তান। আজ মঙ্গলবার সকালে জাহিদের ছেলে তালহা (৬) এবং রাসেলের ছেলে আব্দুর রহমান (৬) বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে অসাবধনতাবশত পানিতে পড়ে ডুবে যায়। খোঁজ পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা সাড়ে ১১টায় হাসপাতালের কর্ত্যবরত ডাক্তার প্রিয়া মন্ডল তাদের মৃত ঘোষণা করেন।
ডাক্তার বলেন, হাসপাতালে ওই শিশুদের মৃত অবস্থায় আনা হয়েছিল। তাই আমাদের কিছুই করার ছিল না।