মোঃ ফারুক হোসেন :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ,ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন । এতে বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষকগন।
স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে আলোচনা, কবিতা আবৃতি এবং হামদ ও নাত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দোয়া ও আলোচনা সভার পূর্বে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক মন্ডলী সার্কিট হাউজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান এবং উপস্থাপনা করেন মোহাম্মদ আনিসুর রহমান।