নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এর সাংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরপুরে কোরআন খতম, স্মরণ সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির আয়োজন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন।
এতে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাড়রা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সোখন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, সদর ইউপি চেয়াম্যান এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা ও নাগরপুর থানার ওসি আনিসুর রহমান প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। এর আগে তাঁর নামে কোরআন খতম দেওয়া হয়।
উল্লেখ্য ২০২০ সালের ২৪ মে কোভিট-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব মকবুল হোসেন মারা যান।