নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
‘সংকট সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্য নিয়ে নাগরপুর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগের উপজেলা মিলনায়তনে আজ রবিবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী।
দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সিফাত-ই জাহান এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ছালমা বেগম।
উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, এসিল্যান্ড তারিন মাসরুর, ওসি আব্দুল্লাহ আল মামুন, ছামিনা বেগম সিপ্রা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।