ফজলুল হক ফকির :
ময়মনসিংহের ধোবাউড়ায় নদী ভাঙ্গনে হুমকিতে রয়েছে ঘরবাড়ি, বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম আতংকে দিন কাটছে নদীপাড়ের মানুষজনের। উপজেলার বাঘবেড় ইউনিয়নের গুমরিয়া নদীর ভাঙ্গনে হুমকিতে রয়েছে মেকিয়ারকান্দা বাজার, মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয় এবং আশেপাশের বাড়িঘর।
সরেজমিনে গিয়ে দেখা যায়- গুমরিয়া নদীর পাড় ভেঙ্গে গিয়ে চরম আকার ধারন করেছে।
স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পানির স্রোতে নদীর পাড়ে ভাঙ্গন দেখা দেয়। তবে চলতি বছর অবস্থা ভয়াবহ আকার ধারন করেছে। নদীতে পানির চাপ সৃষ্টি হলে পাশে অবস্থিত মেকিয়ারকান্দা বাজারটি নদী ভাঙ্গনের কবলে পড়তে পারে। একই সাথে আশেপাশের বাড়িঘরও ভাঙ্গনের কবলে পড়বে।
স্থানীয় বাসিন্দা মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাইদুর ররহমান জানান, যেভাবে নদী ভাঙ্গন হচ্ছে, এতে আশপাশের মানুষ অনেক আতংকে দিন কাটাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে সামনে ঘরবাড়ি নদীতে ভেসে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বীরযোদ্ধাকে জানান, তিনি বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন। আবারও লিখিতভাবে জানাবেন।
উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, বিষয়টি তিনি দেখবেন।