ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
জমি নিয়ে বিরোধের জের ধরে ধোবাউড়া উপজেলার পুড়াকান্দলিয়া ইউনিয়ন টেঘুরিয়া গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দুই মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের ভিকটিম উমর আলীর সাথে প্রতিবেশী আবু হানিফ, আঃছাত্তার শামছুল হক গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ ঘটিকায় উমর আলীর বাড়ির আঙ্গিনায় ছাত্তার গংরা জোর পূর্বক বাঁশ কাটতে যায়। উমর আলী এতে বাধা দিলে কথার কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২ মহিলা সহ ৪জন গুরতর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মাঝে আহসান উল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়েছে।
এ বিষয়ে ওসি (তদন্ত) জালাল উদ্দীন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লিখিত অভিযোগ থানায় দিয়েছে। প্রাথমিক ভাবে জেনেছি উভয় পক্ষের লোক হাসপাতালে ভর্তি রয়েছে।