মোঃ ফারুক হোসেন :
গত ২০২০ সালের ২০ জানুয়ারি দিবাগত রাতে ময়মনসিংহের ত্রিশাল থানার উকিলবাড়ী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ভাই ভাই ট্রেডার্স নামে বাদীর পেট্রোম্যাক্স এলপিজি সিলিন্ডার গ্যাসের গোডাউন সাটার ও কেচি গেটের তালা কেটে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২২১ টি গ্যাস সিলিন্ডার চুরি সংঘটিত হয়।
মামলাটি ডিবিতে হস্তান্তরের পর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবি’র তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী দীর্ঘ তদন্ত করে ১ বছর ৫ মাস পর মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হন। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জন আসামীকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই আসামীরা চুরির ঘটনা স্বীকার করে।
ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে এই ধরনের গ্যাস সিলিন্ডার চুরি করে আসছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে ২৮ মে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম মিয়া, ৩নং আমলী বিচারিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫ এর অধিক করে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- হাসান হৃদয় (২৭), বিজয় (২২) ও তরিকুল ইসলাম (৩০)।