বীরযোদ্ধা প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ জন। সোমবার দেশে করোনায় মৃত্যুবরন করে ১১২জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫শত ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৫শত ৫৯ জন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৭শত ৮০ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮শত ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১শত ১১ জন।