ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর-সখীপুর আঞ্চলিক সড়কের লাউতি খালের ওপর ব্রীজটি সম্প্রতি ভেঙে পরায় রবিবার বিকেলে বাঁশ বেঁধে সাময়িক ভাবে সড়কটি বন্ধ করে দিয়েছে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই সড়কটি বেহালদশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছিল। তাছাড়া সম্প্রতি লাউতি খালের ওপরে পুরাতন ওই ব্রীজটি ভেঙে বিপদজনক অবস্থায় পতিত হলে স্থানীয় লোকজনের খবরটি উপজেলা ও ইউপি চেয়ারম্যানকে জানায়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সেখানে ছুটে যান। পরে যানবাহন ও স্থানীয় লোকজন যাতে ওই ব্রীজটি দিয়ে চলাচল না করে সেজন্য বাঁশ বেঁধে সাময়িক ভাবে সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু বলেন, দ্রুত সময়ে ব্রীজ নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ব্রীজ ভাঙার খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি। এসে দেখি ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন ব্রীজ পার হচ্ছে। আমার মনে হয়েছে রাতের বেলায় অন্ধকারে যানবাহন কিংবা পথচারিরা এখানে দূর্ঘটনার শিকার হতে পারে। সেজন্য বাঁশ বেঁধে ব্রীজটি সাময়িক বন্ধ করা হয়েছে। যতদিন পর্যন্ত ব্রীজটি মেরামত না হয় ততদিন পর্যন্ত সকলকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। যত দ্রুত সম্ভব ব্রীজটি মেরামতের ব্যবস্থা করা হবে।