আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) :
ত্রিশালে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে চার বাসের ড্রাইভারকে ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ত্রিশাল বাসস্ট্যান্ডে এ জরিমানা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪ টি বাসের ড্রাইভারকে ৪ টি মামলায় ২২,০০০ টাকা এবং ২ জন পথচারীকে ২ টি মামলায় ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ ও বিনামূল্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।