আবু রাইহান :
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পণ্য বিপনন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য ও যুগ্ন সচিব শাহ মোঃ আবুরায়হান আলবেরুনী।
এতে সভাপতিত্ব করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মতিন সরকার।
আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মৎস কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার আবু জুলহাস হেলাল, বাজার ব্যবসায়ী মোশারফ হোসেন মিলন ও রানা প্রমূখ।