ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
দেশব্যাপী ৭দিনের কঠোর লকডাউনে আর্ত মানবতায় দরিদ্র অসহায়দের মাঝে ত্রিশালে ত্রান ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সোমবার সকালে কর্নেল খালিদের সার্বিক সহযোগীতায় ওয়ারেন্ট অফিসার আলাল উদ্দিনের নেতৃত্বে ত্রিশাল পৌর এলাকায় কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে আর্ত মানবতার সেবায় ত্রান ও জনসচেতনতার লক্ষে সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন করেন।
ওয়ারেন্ট অফিসার আলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা জনগনের বন্ধু। বর্তমান সরকার জনগনকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য ও জনসচেতনতার লক্ষে আমাদেরকে মাঠে নিয়োজিত রেখেছেন। আমরা আতংক সৃষ্টির জন্য নয় বরং সচেতনতা বৃদ্ধির জন্য মাঠে কাজ করছি।