আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) :
ত্রিশাল পৌরসভাস্থ ইসলামিক সেন্টার রোড সংলগ্ন মের্সাস শেখ ফয়েজ এন্টারপ্রাইজের খাদ্য ও মুড়ির গোডাউনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাত অনুমান সাড়ে ১১টার দিকে ওই গোডাউনে আগুন লাগে।
আগুনে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোশারফ হোসেন মিলন দাবি করেছেন।
তিনি বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ঘটনার সময় এক ব্যক্তি আমাকে ফোন করে জানায় আপনার গোডাউনে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি খাদ্য ও মুড়ির গোডাউনে আগুন জ্বলছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি।
কাউন্সিলর মেহেদী হাসান নাসিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মোশারফ হোসোইন মিলনের ব্যাপক ক্ষতি হয়েছে।
ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মালামাল পুড়ে গেছে।
ত্রিশাল ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহরিয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মালামাল পুড়ে গেছে। এতে ব্যবসায়ী মিলন আর্থিকভাবে অনেক টাকার ক্ষতির মুখে পড়েছে।