মোঃ ফারুক হোসেন :
ময়মনসিংহের তারাকান্দায় এইচ এ ডিজিটাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ রবিবার এ উপলক্ষে কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার ও সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উল আলম চৌধুরী রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সরকারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
সম্মাননা স্মারক (ক্রেস্ট) নেতৃবৃন্দের হাতে তুলে দেন এইচ.এ.ডিজিটাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: খায়রুজ্জামান খান।
এতে উপস্থিত ছিলেন- মাওলানা মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজল সরকার ও কলেজের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ প্রমূখ।
নেতৃবৃন্দরা কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে আলোচনা সভায় বক্তব্য রাখেন।