বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ :
ঝিনাইদহে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়।
এসময় তাদের হাতে নগদ টাকা তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ।
এতে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, পাগলা কানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলামসহ অন্যান্যরা।
ইউনিয়নের ৫’শ হতদরিদ্র পরিবার করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।