বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ :
ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে যুবলীগ। দুপুরে শহরের মহিলা কলেজ সড়কের একতা উন্নয়ন সংগঠনের শিক্ষার্থীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ওই সংগঠনটির ৫০ জন শিক্ষার্থীর হাতে ঈদ উপহার হিসেবে ঈদের পোশাক, সেমাই, চিনি তুলে দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল।
এতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক ত্রান ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আবুল কাশেম শান্ত, রিয়েল পারভেজ জীবন, তামজীদ আহমেদ, একতা উন্নয়ন সংগঠনের সভাপতি শাহীনা আক্তার, প্রধান নির্বাহী সুমন পারভেজসহ অন্যান্যরা।
এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল বীরযোদ্ধাকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী নিয়ে যুবলীগের পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ঈদের আগে আমরা অসহায় মানুষদের পাশে দাড়িঁয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করে ঈদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।