খালিদ হাসান, ঝিনাইদহ :
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিহাদ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর উপজেলার কালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে কালুহাটি মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।
সদর উপজেলার বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল আলম খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টার দিকে জিহাদ তার আরেক বন্ধুকে নিয়ে রাস্তার ধারে পুকুরে পানি সেচে মাছ ধরতে যায়। সেসময় জিহাদ সবার আগে পুকুরে নামলে আগে থেকে ছিড়ে থাকা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। পরে তার দুই বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন এসে জিহাদকে উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ পরেই সে মারা যায়।
তিনি আরও জানান, ওই গ্রামেরই নাজির আহমেদের বাড়ি থেকে পুকুরের ওপর দিয়ে পাশের একটি পোল্ট্রি ফার্মে বিদ্যুতের সংযোগ নেওয়া ছিল। ওই তার ছিড়ে পুকুরে পড়েছিল। আর তা থেকেই বিদ্যুতায়িত হয়েই জিহাদের মৃত্যু হয়।