বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের ভোজঘাট গ্রামে একটি পোল্ট্রি ফার্মে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
শুক্রবার মধ্য রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পোল্ট্রি ফার্মের মালিক কাজী ওলিয়ার রহমান জানান, শুক্রবার রাতে তিনি ঘরে শুয়ে ছিলেন। রাত পৌনে ১২ টার দিকে পোল্ট্রি ফার্ম ও রান্নাঘরে আগুন দেখতে পেয়ে তিনি ডাক চিকিৎকার শুরু করেন। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে কাজী ওলিয়ার দাবি করেছেন। এ ঘটনায় তিনি শনিবার সকালে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করেছে।
ওলিয়ার রহমান আরো বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।