ময়মনসিংহ ব্যুরো :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সদর বাজার মেইনরোডে পানি ময়লা আবর্জনায় বাজারের দু”পাশে রাস্তা নর্দমায় পরিণত হয়েছে।
ঝিনাইগাতী বাজারটি প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বিগত ২ বছর আগে শেরপুর সড়ক বিভাগ রাস্তার এক পাশে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করে। রাস্তার অন্য পাশে পানি নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় সড়কের দুই পাশের পানি নিস্কাশনের আর কোন উপায় না থাকার ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে।
ঝিনাইগাতী সদর বাজারে জমে থাকা সেই পানিতে ময়লা আবর্জনায় সৃষ্টি হয় দুর্গন্ধ। এর ফলে রাস্তায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যহৃত হচ্ছে।
এলাকাবাসী জানায়,সড়ক বিভাগের অপকরিকল্পিতভাবে ড্রেন নিমার্ণের ফলে সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতা। প্রধান সড়কে ময়লা স্তুপ ও দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার কাজ সম্পূর্ণ না করায় অসন্তোষ প্রকাশ করে এলাকাবাসী।