জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ওসি সঞ্জয় চক্রবর্তী, যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান ও সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। পরে শিক্ষার্থীদের কন্ঠে ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।