মোঃ ফারুক হোসেন, ময়মনসিংহ ব্যুরো :
জামালপুরে স্বামীর বাড়ি থেকে আখি বেগম নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে স্বামী মিলনের বাড়ি থেকে তার স্ত্রী আখি বেগমের লাশ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে জামালপর সদর থানায় মামলার প্রস্ততি চলছে। নিহতের পিতা নুরুল হকের দাবী তার মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।