নিজস্ব প্রতিবেদক :
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় ২৮-৩ ‘সেপ্টেম্বর’ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কর্মসূচী গ্রহণ করেছে।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনে আজ শনিবার সকালে ময়মনসিংহের ভালুকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন, ভালুকা উপজেলা কমিটির আয়োজনে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা তারেক আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক এস এম শাহজাহান সেলিম, আ খ ম রফিকুল ইসলাম, শাহ মোঃ আকরাম হোসেন, ফুরাত মিয়া ও খলিলুর রহমান।
অন্যদিকে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন, ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম শিহাব, এমরান হুমায়ূন ও গোলাপ হোসেন প্রমুখ।
টাঙ্গাইলের নাগরপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ।
উপস্থিত ছিলেন- মোঃ জায়েদুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, জসিউর রহমান লুকন, কে এম খালিদ মাহমুদ সুজন, আজাদ হোসেন ও মাসুদ রানা প্রমুখ।
অপরদিকে ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেমিনার কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে আমিষের ঘাটতি মেটাতে মৎস্য সম্পদ সংরক্ষন, মাছের উৎপাদন বৃদ্বিকল্পে মৎস্যচাষীদের উন্নত প্রশিক্ষন সহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।