ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহের গৌরীপুর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ৮ জুন রাতে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গৌরীপুর থানার কাশিয়ারচর এলাকা থেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোবারক হোসেন (৩৫), আফাজ উদ্দিন (৩৮), জুলহাস (২১), আলামিন মিয়া (২৬), সোহাগ মিয়া (৩০), রিটন মিয়া (২৭), মাসুদ (২৬) ও রুহুল আমিন (২৭) কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ ব্যান্ডিল তাস ও নগদ ৩ হাজার ৫৩০টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে গৌরিপুর থানায় মামলা দায়ের করেছে।