মোঃ ফারুক হোসেন, ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের লক্ষ্যে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজনে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ওই লটারি অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কৃষি অফিসার আনোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবসহ উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রমূখ।