ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইলের মাধ্যমে অনলাইনে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে ই-ট্রানজেকশন করে জুয়া খেলার অপরাধে ৭ জুয়ারীকে সরঞ্জামসহ গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।
শুক্রবার (২১ মে) রাতে উপজেলার পাগলার জয়ধরখালী গ্রাম থেকে ওই জুয়ারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- হাবিবুল্লাহ (২৮), আনিছুর রহমান (১৮), আরিফুল ইসলাম (১৯) ইকবাল আহাম্মদ (২১) রাজীব (১৯), রানা (১৮) ও রবিন (১৮)।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ শনিবার (২২ মে) সকালে ময়মনসিংহ আদালতে তাদের সোপর্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক এ সব অভিনব প্রক্রিয়ায় জুয়া খেলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। নিঃস্ব হচ্ছে পরিবার। বেড়ে যাচ্ছে অপরাধ প্রবনতা। সকল অভিভাবক সচেতন হতে হবে। এ ধরনের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।