ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে ভালুকা উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া করেছেন দলীয় নেতাকর্মীসহ মুসল্লিরা।
পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিলটনের উদ্যোগে পৌর এলাকার টিএন্ডটি রোডের বাইতুল মামুর জামে মসজিদে জোহরের নামাজের পর দোয়া করা হয়।
দোয়া শেষে মিলটন বলেন, ইতোমধ্যে দেশবাসী জানতে পেরেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারী এই করোনা ভাইরাস হতে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে স্থানীয় নেতাকর্মীসহ এলাকার মুসল্লিরাও তাঁর জন্য দোয়া করেছেন।
তিনি আরও জানান, ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ও ধর্মীয় উপাসনালয়ে দেশনেত্রীর জন্য দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।