টাঙ্গাইল সংবাদদাতা :
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রবিবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহমুদুর রহমান (৫০) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের বাড়ি দিনাজপুরের শ্রীবরদীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। এ ছাড়া তিনি অলিম্পিক কোম্পানিতে চাকরি করে আসছিলেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহমুদুল মোটরসাইকেল চালিয়ে এলেঙ্গার দিক থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথে বাগুটিয়া ব্রিজ পার হওয়ার পর পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।