বিনোদন ডেক্স :
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
মঙ্গলবার সকালে বি-টাউনে এ খবর চাউর হতেই চিন্তায় পড়ে যান রণবীর কাপুরের ভক্তরা।
জিনিউজের খবরে বলা হয়, শারীরিক অসুস্থতাবোধ করার পর থেকেই অভিনেতা রণবীর নিজেকে মুম্বইয়ের ফ্ল্যাটে কোয়ারেন্টাইনে রয়েছেন।
ছেলের শারীরিক পরিস্থিতি নিয়ে মা নীতু কাপুর ইনস্টাগ্রামে জানিয়েছেন, রণবীর কাপুর করোনায় আক্রান্ত। ছেলে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মতো যাবতীয় সুরক্ষাবিধিই অবলম্বন করছেন রণবীর। তার শরীর ভালো নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, খুব একটা শারীরিক অসুবিধে নেই রণবীরের। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন রণবীর।
উদ্বিগ্ন অনুরাগীদের থেকে আসা ক্রমাগত আরোগ্যবার্তার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন নীতু কাপুর। তবে কীভাবে কোভিড সংক্রমণ ঘটলো, সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি কাপুর পরিবারের পক্ষ থেকে।