ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল করোনায় আক্রান্ত হয়েছেন।
সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী আনোয়ার আজিজ টুটুল করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন কেবিনে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের সন্তান। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিসহ ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।