ঈদ আনন্দ
হাওর কবি- শহীদুল্লাহ :
রমজানের রোজার শেষে
আকাশে উঠলো নতুন চাদঁ,
ত্রিশ রোজার ফজিলত পূর্ণ হলো আজ।
সোনাদানা ধন-সম্পদ বিলিয়ে দাও যাকাত,
হিংসা-বিদ্বেশ ভুলে গিয়ে করি মোনাজাত,
বাড়িয়ে দাও এতিমদের তরে সাহায্যের হাত।
গোসল করে গায়ে পর নতুন পাঞ্জাবি,
আতর গোলাপ সুরমা মাখো মাথায় দাও গোল টুপি।
মাফ চাও এই দিনে ঈদগাহ মাঠে,
ঈদ মোলাকাত করবো মোরা, ঈদের নামাজ শেষে।
দাওয়াত খাবো সবার বাড়ি,
কোরমা-পোলাও পিঠা সেমাই,
মাংস স্বাদের ফিরনী মায়ের হাতের সয়াই।