আশরাফ উদাস
কবি- হাওর কবি শহিদুল্লাহ
পল্লী গানের রাজা যিনি
মধুর কণ্ঠ রসের পিরিত,
শিল্পী জগতে সবাই চিনি
আটপাড়া জন্মান তিনি।
সারা বাংলা সুরের ধ্বণি
আশরাফ উদাস পল্লী শিল্পী।
সুরেলা কণ্ঠে মাতান বিচ্ছেদী
যে শিল্পী পল্লীর সমরাজ্ঞী
চাওয়া পাওয়া নাই যার মনে
গানের মাঝে সব দিয়েছি সপে,
সত্যিকারে গান প্রেমিক
তাকে মহামূল্য দেওয়া আমাদের উচিত।
হিংসা নিন্দা নাই তার মনে
সর্বদা পল্লী গানকে বাঁচিয়ে রাখে,
মনে তার বড় আশা
শিল্পী জগতকে সাহায্য করা।
যেটুকু পাওনা তার জীবনে
আধো কি? পাইবো মরনের আগে।